বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী)- এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে মেডিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলে বর্বরোচিত পুলিশি হামলা, গ্রেফতার ও থানায় দরজা জানালা বন্ধ করে গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ছাত্রদের ন্যয়সঙ্গত প্রতিবাদী মিছিলের উপর শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দকে থানা হেফাজতে দরজা-জানালা বন্ধ করে সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ যে সংঘবদ্ধ বর্বরোচিত হামলা পরিচালনা করেছে তা ফ্যাসিবাদী সরকারের ক্রীড়নক হিসেবে পুলিশের ঘৃণ্য নির্যাতক মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি সহ সর্বস্তরের প্রতিরোধ আন্দোলন গড়ে তলতে হবে।
বিবৃতিতে তিনি অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দের মুক্তি দাবি এবং হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।