সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাভপতি সাইফুজ্জামান সাকন এক বিবৃতিতে বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে ৩০ সেপ্টেম্বর ২০১৫ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে সেই আন্দোলনর সমর্থনে অনুষ্ঠিত সংহতি মিছিলের উপর পুলিশের বর্বরোচিত হমলা ও সংগঠণের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহার্দ্রী চক্রবর্ত্তী রিন্টু, ঢাকা নগর সভাপতি নাঈমা খালেদ মনিকা, কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তা ভট্টাচার্য ও শফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সালমান সিদ্দীকি, দপ্তর সম্পাদক ভজন বিশ্বাস, অর্থ সম্পাদক প্রগতি বর্মন তমা ,রাফিকুজ্জামান ফরিদ, কৃষ্ণ, বিকাশ, খোকন ,লাভা সহ ১৬ নেতা-কমৃী গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান এবং গ্রফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। বিবৃতিতে তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যখন মেডিক্যাল শিক্ষাথীসহ সারা দেশের ছাত্র-অভিভাবকসহ সর্বস্তরের জনগন ক্ষুদ্ধ তখন দায়িত্বহীনভাবে শিক্ষা ধ্বংসের এ কর্মকান্ডকে প্রত্যক্ষ্যভাবে প্রশ্রয় দিয়ে গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশি হামলা পরিচালিত করে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই প্রকাশ করছে। সারা দেশের মানুষ যখন একের পার এক প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ক্ষুব্ধ তখন এই অগণতান্ত্রিক সরকার শিক্ষার্থীদের উপর নানা রকম দমন পীড়ন চালাচ্ছে।
তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন এবং পুনঃরায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।