৯ ডিসেম্বর ২০১৫ নারী জাগৃতি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়ার ১৩৫তম জন্ম ও ৮৩তম মৃত্যুবার্ষিকী। নারী সমাজের প্রকৃত মুক্তি আনার লক্ষ্যে আজীবন লড়াই করে গেছেন এই মহিয়সি মানবী। তিনি এমন এক অন্ধকারময় সমাজ বাস্তবতায় জন্মগ্রহণ করেছিলেন যখন মুসলিম সমাজে নারীদের অনাত্মীয় অপরিচিত নারীদের সামনেও পর্দা করতে হত। রোকেয়া এই অবরোধবাসের বিরুদ্ধে মুক্তির উপায় খুঁজতে মরিয়া হয়েছেন; অন্যতম হাতিয়ার করেছিলেন নারী শিক্ষা বিস্তার।
মহিয়সি নারী বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ঢাকা নগরের উদ্যোগে আগামীকাল সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল প্রাঙ্গনে পুষ্পমাল্য অর্পণ, বিকাল ৩.৩০টায় প্রেসক্লাব চত্বরে র্যালী ও সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের ঢাকা নগর শাখার সভাপতি এড. সুলতানা আক্তার রুবি ও সাধারণ সম্পাদক তাসলিমা নাজনিন সংগঠনের সকল কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়িদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।