শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও এর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, মানস নন্দী, মনজুরা নীলা, ফখ্রুদ্দিন কবির আতিক, সীমা দত্ত, সাইফুজ্জামান সাকন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও শিশু কিশোর মেলা মীরপুর-পল্লবী আঞ্চলিক শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনী শত শত শিশু-কিশোর ও সাধারণ মানুষ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক সাইফুল হাসান মুনাকাত, গোলাম রব্বানী প্লাবন, রাজকুমার বিশ্বাস, সজীব চৌহান, হাসান, মেহেদী হাসান এবং ঢাকা মহানগর ছাত্র ফ্রন্ট সভাপতি নাঈমা খালেদ মনিকা।
তেজগাও নাখালপাড়াস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার-এর উদ্যোগে ও শিশু কিশোর মেলা-র সহযোগিতায় ১৪ ডিসেম্বর বিকাল ৩টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি র্যালি এলাকা প্রদক্ষিণ করে নাখালপাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর পাঠাগার কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঠাগার সভাপতি আলী নাঈমের সভাপতিত্বে ও খাদিজা আখতার নীপা-র সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্টুনিস্ট আহসান হাবীব, স্কুল শিক্ষিকা জেবুন্নেসা হেলেন, শিশু কিশোর মেলা-র কেন্দ্রীয় সংগঠক নাঈমা খালেদ মনিকা। শেষে পাঠাগার সদস্যরা গান ও আবৃত্তি পরিবেশন করে।