৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় স্থানীয় পায়রা চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সংগঠক নন্দিনী দাস।
নেতৃবৃন্দ আন্তর্জাতিক নারী দিবসের চেতনায় নারী-শিশু হত্যা ও নির্যাতন বন্ধ অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীলতা, মাদক-জুয়া পর্ণ পত্রিকা ও পর্ণো ওয়েবসাইট বন্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সেইসাথে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য ও শোষণমুলক সমাজ পরিবর্তনের লড়াইয়ে শামিল হওয়ার আহবান জানান।