তনুর ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শস্তির দাবিতে ৩ এপ্রিল ২০১৬ সারা দেশে ছাত্রধর্মঘট পালিত হয়। এই ছাত্রধর্মঘটকে সামনে রেখে আজ সকাল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে চট্টগ্রামের ৫টি স্কুলে ধর্মঘট পালিত হয়। পাঠানটুলি সিটি কর্পোরেশন বালক স্কুল, হাজী মো. মহসিন স্কুল, চর চাকতাই সিটি কর্পোরেশন স্কুল, লামাবাজার সিটি কর্পোরেশন বালক স্কুল, পূর্ব মাদার বাড়ি সিটি কর্পোরেন বালিকা স্কুল এই ৫টি স্কুেলর ছাত্ররা ক্লাশ বর্জন করে পরবর্তিতে মিছিল করে গনিবেকারির মোড়ে অবস্থান নেয় তার সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থিরাও যুক্ত হয়। গনি বেকারির মোড় থেকে সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃত্বে বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করে চকবাজার গুলজার মোড়ে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমাবেশে। এই মিছিল নেতৃত্ব দেন নগর সাধারন সম্পাদক আরিফ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দীপা মজুমদার, দপ্তর সম্পাদক মো. সায়েম ।
তনু'র ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবিতে চট্টগ্রামে স্কুলে স্কুলে ছাত্র ধর্মঘট
RELATED ARTICLES