ধানসহ কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র চালু এবং গ্রামীন শ্রমজীবীদের জন্যে আর্মি রেটে রেশনিং চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৫ মে ২০১৬ বিকাল ৪.৩০ টায় নগরীর নিউমার্কেট চত্বরে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব অপু দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, রফিকুল হাসান প্রমুখ।
নেতৃবৃন্দ, অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে ধানসহ সকল কৃষি ফসল ক্রয়, সকল গরীব নিম্নবিত্ত মানুষের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও আর্মিদরে রেশন চালু, ক্ষেতমজুরদের জন্য বছরে নূন্যতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু, পর্যাপ্ত টিআর-কাবিখা চালুর দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ করে।