শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাঈমা খালেদ মনিকা ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের আবাসন ব্যাবস্থার জন্য হল নির্মাণের দাবিতে ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছিল। ২২ আগষ্ট ২০১৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন কালে পুলিশ শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে টিয়ার সেল নিক্ষেপ, নির্বিচারে লাঠিচার্য ও রাবার বুলেট ছুড়ে প্রায় শতাধিক শিক্ষার্থীকে আহত করে। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ দিয়ে দমন করার চেষ্টা সরকারের ফ্যাসিবাদী শাসনেরই বহিঃপ্রকাশ। যেখানেই অধিকারের দাবিতে মানুষ তাদের অধিকারের দাবি নিয়ে আন্দোলন করছে তা দমন করতে মহাজোট সরকার দমন-পীড়ণ-নির্যাতন চালাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে আবাসিক হল নির্মাণের কার্যকর ব্যাবস্থা নেয়ার জন্য সরকারে প্রতি জোর দাবি জানান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।