দিনাজপুর মেস ও গৃহ-পরিচারিকা সমিতির পক্ষ থেকে মেসে বোর্ডার প্রতি মাস ১৫০ টাকা নির্ধারন, বাসা-বাড়ীতে প্রতি ঘন্টায় নুন্যতম মজুরী ৪০ টাকা নির্ধারন, কর্মক্ষেত্রে নিরাপত্তা,সাপ্তাহিক ছুটি, চিকিৎসা ভাতাসহ ৫ (পাঁচ) দফা দাবিতে ২৯ আগস্ট ২০১৬ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি পেশ করে।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে শতাধিক সদস্যের একটি মিছিল দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে, দিনাজপুর মেস ও গৃহ-পরিচারিকা সমিতির আহ্বায়ক নন্দীনী রায়য এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিতা রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলা কমিটির সদস্য এ,এস,এম, মনিরুজ্জামান, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র দিনাজপুর জেলার সংগঠক লুবনা আক্তার, মেস ও গৃহ-পরিচারিকা সমিতির সদস্য মুক্তা রানী দাস, মমেনা বেগম, আর্জিনা খাতুন প্রমুখ।
সমাবেশ শেষে নন্দীনী রায়ের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক স্মারকলিপি গ্রগণ করেন।