Saturday, December 21, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদরোহিঙ্গাদের উপর সাম্প্রদায়িক নিপীড়ণের বিরুদ্ধে সোচ্চার হোন — বাসদ (মার্কসবাদী)

রোহিঙ্গাদের উপর সাম্প্রদায়িক নিপীড়ণের বিরুদ্ধে সোচ্চার হোন — বাসদ (মার্কসবাদী)

14732387_1216028118420398_7644811335295487058_n-2বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রিয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরি এক বিবৃতিতে বলেন, গত কয়েকদিন যাবৎ মায়ায়নমারে বসবাসকারী রোহিঙ্গাদের উপর ভয়াবহ নির্যাতন চলছে যা ইতিমধ্যেই বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সংবাদে দেখা গেছে যে, রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হচ্ছে, তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে। এসব এলাকার পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বসবাসরত লোকেরা প্রত্যহ রোহিঙ্গাদের আর্তনাদ শুনছেন, তাদের বাড়িঘর জ্বলতে দেখছেন। মায়ানমারের সাম্প্রদায়িক গোষ্ঠী সরকারের প্রত্যক্ষ সহায়তায় রোহিঙ্গাদের দেশ ছাড়া করার জন্য যা যা করা দরকার সবই করছে। অথচ বহুকাল ধরে তারা সেখানে বসবাস করছে, তারা সে দেশেরই লোক। রাষ্ট্র সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে একটি জনগোষ্ঠীকে গায়ের জোরে দেশ ছাড়তে বাধ্য করছে, না ছাড়লে তাদের হত্যা করছে, ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে- এর চেয়ে বড় পাশবিকতা এ যুগে আর কিছুই হতে পারেনা।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরি আরও বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে দর্শকের ভূমিকা পালন করতে পারেনা। সরকারকে এ গণহত্যা বন্ধে কার্যকরী সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি এ ধরনের ভয়াবহ সাম্প্রদায়িক নির্যাতনের বিরুদ্ধে দেশের সকল স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments