রোহিঙ্গা জনগোষ্ঠীকে মায়ানমার সরকার কর্তৃক গণহত্যা, জোরপূর্বক উচ্ছেদ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার উদ্যোগে ৮ ডিসেম্বর ২০১৬ সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য পলাশ কান্তি নাগ, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু।
নেতৃবৃন্দ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে মায়ানমার সরকার কর্তৃক গনহত্যা, উচ্ছেদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বরোচিত আক্রমন বন্ধ, নাগরিক অধিকার ও স্বীকৃতি নিশ্চত করার জন্য জাতিসংঘেরর কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান এবং সরকারকে উদ্বাস্তু জনগণের অস্থায়ীভাবে জায়গা দেওয়ার উদাত্ত আহবান জানান।