Thursday, January 2, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদপুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না

14732387_1216028118420398_7644811335295487058_n-2বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে গুলিস্তানে হকার উচ্ছেদের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

১৫ জানুয়ারি ২০১৭ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গোটা দেশের সাধারণ গরীব মানুষ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় জীবিকার সামান্য উপায় হিসাবে এ হকার পেশায় নিজেদের নিয়োজিত করে। গুলিস্তান এলাকায়ও এভাবে দীর্ঘদিন হকার সমাজ ব্যবসা করছিল। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একতরফাভাবে তাদের ব্যবসা করতে না দেয়ার সিদ্ধান্ত চরম দায়িত্বহীনতার সামিল। সরকার একদিকে বস্তি-হকার উচ্ছেদে তৎপর অন্যদিকে উন্নয়নের গালভরা বুলির আড়ালে জনগণের বাঁচার সমস্ত উপায় কেড়ে নেয়ার ব্যবস্থা করছে।

তিনি জীবিকার অধিকার রক্ষায় শ্রমিকদের চলমান আন্দোলনে অংশগ্রহণ করার জন্য গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments