তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের দাবিতে ১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বরে বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
নেতৃবৃন্দ, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আগামী ২৬ ফেব্রুয়ারি নীলফামারী টাউন হল ক্লাব চত্বরে মতবিনিময় সভা ও আন্ত:নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের প্রতিবাদে আগামী ২৭ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা এবং ১৮ মার্চ রংপুরে কনভেনশন সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। সেইসাথে, ভারত কর্তৃক নদীর পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান।