অবিলম্বে সুনামগঞ্জকে দূর্গত এলাকা ঘোষণা করা, হাওরে তলিয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষিঋণ বাতিল সহ ৬ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার মানববন্ধন ৫ এপ্রিল ২০১৭ বিকাল ৪ টায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জল রায়, সদস্য সুশান্ত সিনহা, মোখলেসুর রহমান, এ্যাডভোকেট উজ্জ্বল রায় প্রমুখ।
গত এক সপ্তাহ ধরে চলা টানা অতি বৃষ্টিতে হাওড় রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে সুনামগঞ্জ, সিলেট. মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের ৭০ ভাগ বোরো ধান। এর মধ্যে সুনামগঞ্জেরই ৯০ ভাগ কৃষিজমি তলিয়ে গেছে। এক ফসলি জেলা সুনামগঞ্জের কৃষকদের বাঁচার সকল অবলম্বন হাওরকে ঘিরেই। আরও ১৫ থেকে ২০ দিন পর কৃষকরা যে ফসল গোলায় তুলত তা তলিয়ে গেছে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে। চোখের সামনে সেই ধান তলিয়ে যাচ্ছে পানিতে। কৃষকরা প্রাণপন চেষ্টা করছে বাঁধগুলো রক্ষা করতে। কিন্তু শেষ রক্ষা হচ্ছেনা। সব মিলিয়ে ইতিমধ্যে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর বোরো জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। টাকার অংকে এ অঞ্চলগুলোতে প্রায় ২০০০ কোটি টাকার ফসল পানিতে ডুবেছে। সারা সুনামগঞ্জ জুড়ে চলছে কৃষকদের হাহাকার।
সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জকে দূর্গত জেলা ঘোষণা করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। হাওড়ে তলিয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের নতুন ফসল তোলার পূর্ব পর্যন্ত রেশনিং চালু করতে হবে। গত বছরও পানির কারণে ধান নষ্ট হয়েছে। কৃষকরা এ বছরের চাষ করেছে ঋণ নিয়ে। ইতিমধ্যেই ঋণের বোঝা মানুষজনের ঘাড়ে। ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষিঋণ অবিলম্বে মওকুফ করতে হবে। সারাবছরে আর কোন ফসলের ব্যবস্থা না থাকায় বিকল্প কর্মসংস্থান চালু করতে হবে যেন কাজ করে মানুষজন খেয়ে পরে থাকতে পারে। এবং এ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিপূর্ণ বাঁধ নির্মাণ করতে হবে।
বক্তাগণ বাঁধ ধ্বংসের জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের অসৎ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।