Thursday, January 2, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদসাম্প্রদায়িক গোষ্ঠীর প্রশ্রয়দান নির্লজ্জ দ্বিচারিতার নীতিবর্জিত রাজনীতি ছাড়া কিছু নয় - বাসদ...

সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রশ্রয়দান নির্লজ্জ দ্বিচারিতার নীতিবর্জিত রাজনীতি ছাড়া কিছু নয় – বাসদ (মার্কসবাদী)

download1বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের ভাস্কর্য অপসারণ ও কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদানের প্রধানসন্ত্রীর ঘোষণা ও পয়লা বৈশাখের অনুষ্ঠান নিয়ন্ত্রনে সরকারী হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ধর্মের নামে এদেশের জনগনের দীর্ঘদিনের গড়ে ওঠা সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমূলে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হেফাজতসহ সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে সুর মিলিয়ে প্রধানমন্ত্রী নিজের অবস্থান উন্মোচিত করেছেন। একদিকে সরকারের জঙ্গী নির্মূলের ঘোষণা আর অন্যদিকে ক্ষমতার স্বার্থে সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রশ্রয়দান নির্লজ্জ দ্বিচারিতার নীতিবর্জিত রাজনীতি ছাড়া কিছু নয়।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে স্থাপিত ভাস্কর্যে ন্যায় বিচারের অভিব্যক্তি তুলে ধরা হয়েছে। এর সাথে ধর্ম বিরোধী চিন্তার কোন সম্পর্ক নেই। গোটা দুনিয়ায় এমনকি ইসলাম ধর্মাবলম্বী দেশসমূহেও এর নজির দেখা যায়। ফলে এটা নিছক ধর্মের নামে এক ধরণের উগ্রবাদী কর্মকান্ড। এ অশুভ গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ইতোমধ্যে সরকার পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছে। সরকারের এ সমস্ত কর্মকান্ডে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনা ক্রমাগত ধ্বংস হচ্ছে, যা ফ্যাসীবাদী শাসন পাকাপোক্ত করারই পরিকল্পনা।’

তিনি দেশের সমস্ত বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসহ প্রগতিশীল দেশপ্রেমিক জনগণের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments