বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আজ সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অফিস দখল প্রচেষ্টা ও নেতা-কর্মীদের উপর বাসদ (খালেকুজ্জামান) এর ছাত্র সংগঠনের হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “পেশীশক্তি প্রদর্শন করে অফিস দখলের চেষ্টা এবং তার প্রয়োজনে বাম আন্দোলনের সহযোদ্ধাদের ওপর হামলা করা বামপন্থী রাজনীতি ও সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। সন্ত্রাসী কায়দায় এই হামলা জনসাধারণ ও ছাত্রসমাজের সামনে বামপন্থার ভাবমূর্তিকে কলংকিত করলো। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠন হিসেবে এ অফিস ব্যবহার করে আসছে। হঠাৎ করে এ হামলা কার স্বার্থ রক্ষা করবে? নিজেদের কর্মীদেরই বা তাঁরা কোন্ সংস্কৃতিতে গড়ে তুলতে চান?”
তিনি আরো বলেন, “ক্রিয়াশীল ছাত্রসংগঠনের অফিসে বহিরাগতদের হামলা-দখল প্রচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আক্রান্তদের ওপর পুলিশী হামলা ও প্রশাসন কর্তৃক তালা দেয়া সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করার সামিল।”
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এই হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন এবং অবিলম্বে অফিস খুলে দেয়ার দাবি জানিয়েছেন।