Sunday, November 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদজনজীবনের সংকট নিরসনের দাবিতে রংপুরে বাসদ (মার্কসবাদী)’র অবস্থান ধর্মঘট

জনজীবনের সংকট নিরসনের দাবিতে রংপুরে বাসদ (মার্কসবাদী)’র অবস্থান ধর্মঘট

IMG_20180212_141412

১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল, প্রতি পরিবারে অন্তত একজন বেকারের চাকুরী, ৪ জনের পরিবারে মাসে ৮০০ টাকায় রেশন, বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারসহ ১৩ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে  ১২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের আবাদী জমি ও বাস্তভিটা রক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা বীরেন শীল। সমাবেশটি পরিচালনা করেন দলের রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ।

বক্তারা, উল্লেখিত দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান। সেইসাথে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার  আহ্বান জানান। অবস্থান কর্মসূচির আগে লাল পতাকা, ফেস্টুন সম্বলিত প্রায় ২ সহস্রাধিক মানুষের মিছিল গোটা নগর প্রদক্ষিণ করে।

RELATED ARTICLES

আরও

Recent Comments