Friday, May 3, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদভারতের সেনাপ্রধানের বক্তব্য সাম্প্রদায়িকতার বিপদ তৈরী করবে

ভারতের সেনাপ্রধানের বক্তব্য সাম্প্রদায়িকতার বিপদ তৈরী করবে

51721-uavuiigmkd-1496927321বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আসামে মুসলিমদের তথাকথিত সংখ্যাবৃদ্ধি নিয়ে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

২৫ ফেব্রিয়ারি ২০১৮ দেয়া এই বিবৃতিতে তিনি বলেন, ‘চীনের সহযোগীতায় পাকিস্তান বাংলাদেশ থেকে আসামে মুসলমানদের অবৈধ অনুপ্রবেশ ঘটাচ্ছে বলে যে বক্তব্য ভারতের সেনা প্রধান দিয়েছেন তা শুধু বাস্তবতা বর্জিত রাজনৈতিক বক্তব্য নয়, তা আসামে দীর্ঘকাল ধরে বসবাসরত মুসলমানদের বিতাড়িত করার এক সুগভীর চক্রান্তের অংশ।কতক খোঁড়া যুক্তি ও কাল্পনিক ব্যাখ্যা তিনি এখানে হাজির করেছেন।  ইতিমধ্যে আসামে জনশুনানির নামে সেখানে দীর্ঘকাল বসবাসরত ৩০ লক্ষ নাগরিককে বাংলাদেশী আখ্যা দিয়ে নাগরিকত্ব বাতিলের যে প্রচেষ্টা নেয়া হয়েছে এটা তারই ধারাবাহিকতা। ভারতীয় সেনা প্রধানের এ বক্তব্য বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনৈতিক চরিত্রের বহি:প্রকাশ।’

তিনি বিবৃতিতে আরো বলেন, ‘গোটা দুনিয়াজুড়ে সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশের মতই ভারতের শাসকগোষ্ঠী এ অঞ্চলে সাম্প্রদায়িকতার পরিবেশ গড়ে তুলে ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। ভারতীয় সেনা প্রধানের এ বক্তব্য প্রতিষ্ঠিত হলে বাংলাদেশেও সাম্প্রদায়িকতার ভয়াবহ বিপদ তৈরী হবে। মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলমান নিয়ে চলমান সংকটের পুনরাবৃত্তি ঘটাবে। এ চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ ভারত উভয় দেশের সকল গণতান্ত্রিক শক্তিসহ সর্বস্তরের জনগণের এগিয়ে আসতে হবে।’

 

RELATED ARTICLES

আরও

Recent Comments