বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী আজ এক বিবৃতিতে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকুরিপ্রত্যাশীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের হামলায় অসংখ্য ছাত্র-ছাত্রীর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, আন্দোলনকারী ছাত্র-যুবকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ভাঙ্গতে রাতব্যাপী যেভাবে দফায় দফায় লাঠিচার্জ করা হয়েছে, মুহুর্মূহু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছুঁড়ে রক্তাক্ত করা হয়েছে, ছাত্রীদের ওপর যেভাবে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়েছে তা এই সরকারের স্বৈরতান্ত্রিক ও নিপীড়নমূলক চরিত্রকে আরেকবার উন্মোচিত করলো। সভা-সমাবেশ ও মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হলে সরকারি এই দমননীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোন পথ নেই।