Friday, November 22, 2024
Homeছাত্র ফ্রন্টসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবম কর্মী সদস্য সম্মেলনের উদ্বোধন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবম কর্মী সদস্য সম্মেলনের উদ্বোধন

মার্কসবাদই সত্য অনুসন্ধানের হাতিয়ার স্লোগানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৯ম কর্মী সদস্য সম্মেলন

পুঁজিবাদের সর্বব্যাপী আক্রমণ মোকাবেলায় মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে বিপ্লবী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান

IMG_1083 copy

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৮ মে, শুক্রবার বেলা ১১ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে ৯ম কর্মী সদস্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টুর পরিচালনায় তিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘চারদিকে যখন ভোগবাদিতা, আত্নকেন্দ্রিকতা, নির্লিপ্ততাই ছেয়ে গেছে তখন ছাত্র ফ্রন্টের এ সম্মেলন ভবিষ্যতের বিপ্লবী ছাত্র আন্দোলনকে বেগবান করবে। শ্রমিক যখন ন্যায্য মজুরী থেকে বঞ্চিত, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, নারীরা চরম নির্যাতনের শিকার তখন সমাজ পরিবর্তনের কর্মীরাই বাঁচার পথ দেখায়। পুঁজিবাদী ব্যবস্থায় বাজারই শেষ কথা। মনুষ্যত্ব, মানবিকতার বাজার ব্যবস্থায় অর্থহীন। মানুষ এখানে মুনাফার ক্রীড়ানক। সমাজতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি মানুষের যথার্থ মূল্যে।’ তিনি ছাত্র ফ্রন্টের কর্মীদের সমাজ পরিবর্তনের যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

তিনদিন ব্যাপী এ সম্মেলনে সারাদেশের কর্মী সদস্যরা অংশগ্রহণ করেছেন। আজকের সারাদিনের আলোচনার বিষয়বস্তু ছিল বিপ্লবী জীবনে দ্বন্দ্বতত্ত্বের প্রয়োগ। সম্মেলনের দ্বিতীয় দিন একই স্থানে বিকালের অধিবেশনে আলোচনা করবেন বাসদ (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী।

IMG_20180518_114657_HDR copy

RELATED ARTICLES

আরও

Recent Comments