বাসদ (মার্কসবাদী) প্রার্থীদের কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করুন
আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কোদাল প্রতীক নিয়ে ১০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে। বাসদ (মার্কসবাদী) মনে করে, গত ৪৭ বছর ধরে এদেশের মানুষ পালাক্রমে বিএনপি-আওয়ামী লীগ-জামাত-জাতীয় পার্টিকে ভোট দিয়েছে আর ঠকেছে। এরা জনগণকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পূরণ করেনি। আবার বিগত দশ বছর ধরে আওয়ামী দুঃশাসনে বিগত সময়ের সকল রেকর্ড ভেঙে দিয়ে লুটপাট, দুর্নীতি হয়েছে; স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালিত হয়েছে। অল্পকিছু লোক সম্পদের পাহাড় গড়ে তুলেছে। দেশে একচেটিয়া পুঁজিপতি শ্রেণি আরও সংহত হয়েছে।
এই দ্বি-দলীয় দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র শক্তি বামপন্থীরাই। তারাই অতীত দিনে এদেশের মানুষের সকল রকম অধিকার আদায়ের সংগ্রামে অংশগ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবন রক্ষার দাবিতে, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থানের দাবিতে, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, নারী নিপীড়ণ, বাকস্বাধীনতা রক্ষাসহ জনজীবনের সকল জ্বলন্ত সমস্যাকে কেন্দ্র করে আন্দোলনের জন্য জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছে।
তাই বাসদ (মার্কসবাদী) আগামী নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে আহবান জানাচ্ছে, আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কোন সমাধান নয়, এতে আমাদের বাস্তব অবস্থার কোন পরিবর্তন হবে না। বাস্তব অবস্থার পরিবর্তন ঘটাতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন শক্তিশালী করুন, বামজোট প্রার্থীদের সমর্থন করুন ও বাসদ (মার্কসবাদী) প্রার্থীদের কোদাল মার্কায় ভোট দিন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থীদের তালিকা
রঞ্জন দে, বগুড়া-৫ (শেরপুর, ধুনট)