আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, শিক্ষার অধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস ও জনজীবনে সমস্যা-সংকট নিরসনে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ নামে ছাত্র সংগঠনগুলোর নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে।
আজ ৩০ নভেম্বর ২০২২ মধুর ক্যান্টিনে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ৮টি ছাত্র সংগঠনের এই জোট আত্মপ্রকাশ করে।। জোটভুক্ত ৮টি ছাত্র সংগঠন হলো: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।
এই জোটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী।
সংবাদ সম্মেলনর লিখিত বক্তব্যে জোটের উদ্দেশ্য সম্পর্কে বলা হয় যে এই জোট:
১. শিক্ষার গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রশ্নে আন্দোলন গড়ে তুলবে।
২. আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে পাহাড় কিংবা সমতলে জনজীবনের সমস্যা সংকট নিরসনে এবং জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলন গড়ে তুলবে।
৩. শ্রমিক, কৃষক, মেহনতী ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা পালন করবে।
৪. সারাবিশ্বে নিপীড়িত মুক্তিকামী মানুষের গণতান্ত্রিক লড়াইয়ে সমর্থন জানাবে। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করবে। বর্তমান পরিস্থিতিতে জোট তার ১৩ দফা দাবিনামাও ঘোষণা করে।
সংবাদ সম্মেলন শেষে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।