Saturday, January 4, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী)’র বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

বাসদ (মার্কসবাদী)’র বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২১ দলের সারাদেশের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় কমরেড মানস নন্দীকে আহ্বায়ক ও কমরেড মাসুদ রানাকে সদস্যসচিব করে ৩০ সদস্য বিশিষ্ট ‘বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়। প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যরা হলেন: কমরেডস আলমগীর হোসেন দুলাল, মোস্তফা ফারুক,  ফখরুদ্দিন কবির আতিক, উজ্জ্বল রায়, হাসিনুর রহমান, জহিরুল ইসলাম, আহসানুল হাবীব সাঈদ, জসীম উদ্দীন, শফিউদ্দিন কবির আবিদ, আনোয়ার হোসেন বাবলু, নাঈমা খালেদ মনিকা, সীমা দত্ত, শেখর রায়, মহিউদ্দিন মহির, ফাতেমা ইয়াসমিন ইমা, নিলুফার ইয়াসমিন শিল্পী, রাজু আহমেদ, তসলিমা আক্তার বিউটি, মাসুদ রেজা, আহসানুল আরেফিন তিতু, দোলন রায়, জয়দীপ ভট্টাচার্য্য, রাশেদ শাহরিয়ার, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, বিটুল তালুকদার, শফিকুল ইসলাম, রহিমা আক্তার কলি।
দলের আদর্শিক-সাংগঠনিক গঠনপ্রক্রিয়াকে গতিশীল ও দলীয় সংগ্রামের পরিপূরক মানে উন্নীত করার লক্ষ্যে এই বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত দলের নির্বাহী দায়িত্ব ‘বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটি’ পালন করবে।
RELATED ARTICLES

আরও

Recent Comments