Saturday, December 21, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদপ্রতিবাদী আহ্বানে এসো রুদ্র বৈশাখ

প্রতিবাদী আহ্বানে এসো রুদ্র বৈশাখ

charon jnu 2 copy

‘প্রতিবাদী আহ্বানে এসো রুদ্র বৈশাখ’ স্লোগানে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০ এপ্রিল ২০১৬  বেলা ১১টায় ভাস্কর্য চত্ত্বরে বর্ষ বরণের এক অনুষ্ঠান আয়োজন করা হয়। বর্ষবরণে নারী লাঞ্চনাসহ সারাদেশে অব্যাহত নারী নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বানে বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক সুস্মিতা রায় সুপ্তি এবং অনুষ্ঠান পরিচালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জবি শাখার সংগঠক তিথি চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারাদেশে আজ নারী শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীরা বিনা বিচারে ঘুড়ে বেড়াচ্ছে। সারাদেশে সাংস্কৃতিক অবক্ষয়ের বিপরীতে একটি সুষ্ঠুধারার সংস্কৃতি নির্মানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা অবিলম্বে তনু হত্যাসহ সারাদেশে অব্যাহত নারী শিশু নির্যাতন- হত্যা ও  দোষীদের গ্রেফতার- বিচার দাবি করেন।

অনুষ্ঠানে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা বেলা ১.৩০টা পর্যন্ত নজরুল- রবীন্দ্র সংগীত, লালন ফকির, হাসন রাজার গান, সলিল চৌধুরীর কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিয়েছেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments