সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্র্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে আজ সিলেটে ‘যুক্তি’ পত্রিকার সম্পাদক, বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গত ফেব্রুয়ারিতে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখনও পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করা দূরে থাক, চিহ্নিত পর্যন্ত করতে পারেনি। গত মাসে আশিকুর রহমান বাবু নামের একজন ব্লগারকে খুন করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হলেও বিচারের কোনো অগ্রগতি নেই। এভাবে একেরপর এক বিচারহীনতা আরেকটি হত্যাকাণ্ডের পটভূমি তৈরি করছে।”
নেতৃবৃন্দ বলেন, এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিয়ে আওয়ামী মহাজোট সরকারের তালবাহানা হীন দলীয় উদ্দেশ্যপ্রণোদিত এবং আওয়ামী মহাজোটের ফ্যাসিবাদী শাসনেরই বহিঃপ্রকাশ। এই অগণতান্ত্রিক সরকারের অধীনে মানুষের জীবনের নিরাপত্তাটুকু পর্যন্ত নেই। নেতৃবৃন্দ অবিলম্বে খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।