Thursday, December 26, 2024
Homeছাত্র ফ্রন্টঅনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ShahJalal_120515

যুক্তি পত্রিকার সম্পাদক, লেখক, ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকান্ডের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ মে ২০১৫ দুপুর ১টায় ক্যাম্পাসের অর্জুনতলা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখার সাধারণ সম্পাদক অপু কুমার দাসের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ত্ব করেন আহ্বায়ক অনিক ধর।

সভাপতির বক্তব্যে অনিক ধর বলেন, যুক্তি পত্রিকার সম্পাদক, লেখক, ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যা করে মুক্ত চিন্তার চর্চাকে রুখে দেওয়া যাবেনা। একের পর এক এমন হত্যাকান্ড রাষ্ট্রের অসহায়ত্ব প্রমাণ করে। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments