শিশু কিশোর মেলা মীরপুর-পল্লবী আঞ্চলিক শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০১৫ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিদ্যাসাগর পাঠাগার। মীরপুর ১২ নম্বরে ড. মুহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপীঠের পাশের ভবনে অবস্থিত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট কার্টুনিস্ট ও রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর সম্পাদক আহসান হাবীব। শিশু কিশোর মেলার উপদেষ্টা ডা. মুজিবুল হক আরজুর সভাপতিত্বে এবং পঠাগারের উপদেষ্টা মনিরুজ্জামান শামীমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন সভাপতি প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু, ড. মুহম্মদ শহীদুল্লাহ বিদ্যাপীঠ-এর শিক্ষক কাজী সালামতউল্লাহ।
বক্তারা পাঠাগারকে মানুষ গড়ার হাতিয়ার উল্লেখ করে দেশব্যাপী পাড়ায় পাড়ায় পাঠাগার আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসাথে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর-এর নামে পাঠাগারের নামকরণ করায় আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শিশু কিশোর মেলা-র ছোট বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।