Thursday, January 2, 2025
Homeছাত্র ফ্রন্টআসন্ন মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস দেখতে চাই না

আসন্ন মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস দেখতে চাই না

ShishuKishor_Jessore_230115
আসন্ন মাধ্যমিক (এস এস সি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে ২৪ জানুয়ারী শনিবার সকাল এগারোটায়  শিশু কিশোর মেলা যশোর জেলা শাখার উদ্যগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শিশু কিশোর মেলা যশোর জেলা শাখার সংগঠক উজ্জ্বল বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা স্কুল যশোর ও  শিশু কিশোর মেলার পক্ষ থেকে রুপম রায়, রবিন বিশ্বাস, প্রশেনজিৎ, জয়নুল আবেদীন, সাজ্জাদ ও সাহরিয়ার কবির। সংহতি বক্তব্য রাখেন মুক্তিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশের সমাজতান্ত্রিদল বাসদ (মার্কসবাদী) যশোর জেলা শাখার সমন্বয়ক কমরেড হাসিনুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যশোর জেলা শাখার আহবায়ক সঞ্জয় বিশ্বাস ও এম,এম,কলেজ শাখার আহবায়ক উজ্জল বিশ্বাস এবং  উপস্থাপনা করেন যশোর জেলা শিশু কিশোর মেলার সৌরভ সুত্রধর।

শিশু কিশোর যশোর ২৪ ০১ ১৫

RELATED ARTICLES

আরও

Recent Comments