ঈদের দশ দিন আগে বেতন- বোনাসের দাবীতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের অন্তভুক্ত সংগঠন প্রাইভেট গাড়ী চালক ইউনিয়নের উদ্যোগে ২৬ জুন ২০১৫ বিকাল ৩.৩০টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মামুন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য কল্যাণ দত্ত, রাজু আহমেদ, গাড়ী চালক আ: রশিদ, মাহাবুব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অন্যান্য বছরের মত এ বছরও কালো টাকা সাদা করার সুযোগ রেখে ধনীদের জন্য বাজেট হচ্ছে। উপেক্ষিত হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ট শ্রমজীবি মানুষ। ঈদকে সামনে রেখে বেড়ে গেছে প্রতিটি জিনিষের দাম কিন্তু বাড়ছে না ড্রাইভারদের বেতনসহ কোন সুযোগ-সুবিধা। আবার পরিবার পরিজন নিয়ে অনন্দে ঈদে কাটাবার জন্য বোনাস নির্ভর করে মালিকের ইচ্ছা- অনিচ্ছার উপর। এক্ষেত্রে সরকারকে দায়িত্ব নিতে হবে মালিকদের বাধ্য করতে ।
সমাবেশে ড্রাইভারদের নূন্মতম বেতন ১৫ হাজার টাকা নির্ধারন, নিয়োগ পত্র, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের জন্য ওভার টাইমের ও দাবী উত্তাপন করেন।