১৮ সেপ্টেম্বর গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য ও বাস-সিএনজির বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে পদযাত্রা

বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, এড. আব্দুস সালাম, নজরুল ইসলাম, হামিদুল হক, এড. আব্দুস সালাম, নজরুল ইসলাম, হামিদুল হক, মানস নন্দি, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, কামরুল আলম সবুজ, ফখরুদ্দীন কবির আতিক, মোমিনুর রহমান মমিন প্রমুখ।
১৮ সেপ্টেম্বর বাম মোর্চার পদযাত্রা
সভায় গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাস-সিএনজির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় পদযাত্রা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।