Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদএকুশ উপলক্ষে্য বাকৃবিতে চারণের সাংস্কৃতিক অনুষ্ঠান

একুশ উপলক্ষে্য বাকৃবিতে চারণের সাংস্কৃতিক অনুষ্ঠান

10922697_794356323935517_9058603909588568244_n

অমর একুশে উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এ সাংস্কৃতিক সংগঠন “চারণ” এর আয়োজনে মহান ভাষা শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

ওই দিন বিকাল সাড়ে ৫ টার দিকে বাকৃবি এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন মুক্তমঞ্চে এক ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাকৃবির পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

এ সময় ১৯৫২ এর ভাষা আন্দোলনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সন্ধ্যায় চারণ শিল্পীরা একুশের বিভিন্ন গান, আবৃতি, নাচ এবং শ্রুতি পাঠ পরিবেশন করা হয়। এ সময় চারণ ময়মনসিংহ জেলা আহবায়ক রয়া ত্রিপুরা ও সদস্য সচিব হিমেল রায় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments