Saturday, April 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদএম.সি কলেজ ক্যাম্পাসে খাদিজার ওপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ

এম.সি কলেজ ক্যাম্পাসে খাদিজার ওপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ

20161004_121659-copy-2

খাদিজা আক্তার নার্গিসের উপর এম.সি কলেজ ক্যাম্পাসে বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার উদ্যোগে ৪ঠা অক্টোবর ২০১৬ দুপুর ১২টায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলা বিভাগের সামনে সমাবেশে মিলিত হয়। এম.সি কলেজ শাখার সংগঠক সাদিয়া নোশিন তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, এম.সি কলেজ শাখার সংগঠক পিংকি চন্দ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গতকাল এম.সি কলেজে স্নাতক ২য় বর্ষের পরীক্ষা দিতে এসে শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম কর্তৃক নারকিয় হামলার শিকার হন খাদিজা আক্তার নার্গিস। হমলায় গুরুতর আহত খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন আছেন, চিকিৎসকরা আশংকা করছেন খাদিজার বাচাঁর সম্ভাবনা মাত্র ৫ ভাগ। এম.সি কলেজেরমত ঐতিহ্যবাহী কলেজে প্রকাশ্যে এই হামলা সবাইকে অতঙ্কিত করেছে। বাস্তাবে দেশে আজ এক শ্বাসরুদ্ধকর পরিবেশ চলছে,রিমি,সিমি, তনু, আফসানাসহ একের পর এক নারী নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটলেও কোন একটি ঘটনারই বিচার হয়নি, শুধু তাই নয় সরকার এবং প্রশাসন বিভিন্নভাবে এই ঘটনার সাথে জড়িতদের আড়াল করার চেষ্টা করছে। একদিকে যেমন অপরাধীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় শাস্তির আয়ত্তার বাইরে থাকছে, আরেক দিকে চলছে আত্মকেন্দ্রীক ভোগবাদী সংস্কৃতির ব্যাপক প্রচার, যার ফলে নারীরা সর্বত্র নিপিড়নের শিকার হতে হচ্ছেন। নারীর প্রতি এই সহিংস মনোভাব বাস্তবে সমাজ মানসিকতারই একরকম বহিঃপ্রকাশ। তাই সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments