Monday, December 23, 2024
Homeফিচারকমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শেষ বিদায়ে শ্রদ্ধাঞ্জলি ও মরণোত্তর দেহদান

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শেষ বিদায়ে শ্রদ্ধাঞ্জলি ও মরণোত্তর দেহদান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী গত ৬ জুলাই রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ৮ জুলাই বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসস্থ শহীদ ডা. মিলনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যমান কোভিড পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ও সংক্ষিপ্তভাবে আয়োজনটি সম্পন্ন করা হয়।

এর পূর্বে শিশু-কিশোরদের একটি সুসজ্জিত স্বেচ্ছাসেবক দল কমরেড মুবিনুল হায়দার চৌধুরী-র মরদেহবাহী গাড়িটিকে গার্ড অব অনার দিয়ে শহীদ মিনার থেকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর নিজ হাতে গড়া দল বাসদ(মার্কসবাদী)র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটি ও নির্বাহী ফোরামের পক্ষে কমরেড আলমগীর হোসেন দুলাল, মানস নন্দী, উজ্জ্বল রায় ও ফখরুদ্দিন কবির আতিক। ভ্রাতৃপ্রতিম দল ভারতের এসইউসিআই(সি)’র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মানস নন্দী।

বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল ক্বাফী রতন ও ডা. ফজলুর রহমান; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও আকবর খান; গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী ও দলিলের রহমান দুলাল; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র পক্ষে বিধান দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা রজত হুদা, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ ও শরীক দলের নেতৃবৃন্দ; বাসদের কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়; বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার; চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা ও সুস্মিতা রায় সুপ্তি; অন্বেষা সায়েন্স সোসাইটির ইনচার্জ ড. মনজুরা হক নীলা, অধ্যাপক ড. জীবন পোদ্দার, ড. সামির উল্লাহ; বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লিয়াকত আলী, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর আত্মীয়বর্গের পক্ষ থেকে কাজী জাহাঙ্গীর বাবু ও শামসুজ্জাহান বীথি; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রাক্তন নেতৃবন্দের পক্ষে আশরাফুল হক মুকুল, ডা. গোলাম রাব্বানী, অ্যাড. সুলতানা আক্তার রুবি, মন্তাজ উদ্দিন, মোশারফ হোসেন, মামুন রফিক, ডা. মুজিবুল হক আরজু, তাজউদ্দিন মাহমুদ নান্নু, ইউসুফ নূর-ই রিপন, সাইফুজ্জামান সাকন, স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ আলীম আক্তার খান, মাহবুবুর রহমান, জেসমিন সুলতানা লুবনা, শাহরিয়ার ডিনা, খোকন দাস, নূর সাফা জুলহাজ, সাইদুল হক খন্দকার সবুজ, মেহেদী হাসান তমাল, পারভীন আক্তার, মনজুরুল হক প্রমুখ; ঐক্য ন্যাপের হারুন অর রশিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স; বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির ও সাধারণ সম্পাদক দিলীপ রায়; গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস; বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আখতার, রাজু আহমেদ প্রমুখ; গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার ও সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু; গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষে মনজুর মঈন, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, গণসংস্কৃতি ফ্রন্টের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের আমিরুন নুজহাত মনীষা, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের বীথি ঘোষ, শহীদ আসাদ পরিষদের শামসুজ্জামান মিলন, বিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষে প্রভাষক জোনায়েদ হাসান, চারণিক সাহিত্য পত্রিকার সম্পাদক মাহমুদুল হক আরিফ, কৃষিবিদ ফোরামের আবু আরমান অঞ্জন ও সেঁজুতি চৌধুরী; কমরেড মোস্তফা ফারুকসহ প্রবাসী সমর্থকবৃন্দের পক্ষে সাইফুল ইসলাম কিরণ, ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রগতিশীল নারীসংগঠনসমূহের নেতৃবৃন্দ আমেনা আক্তার, তাসলিমা আখতার, সীমা দত্ত, রুখশানা আশা; বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় ফোরামের সংগঠক জান্নাতুল মাওয়া, তানজিনা নিপা; পার্টির চট্টগ্রাম জেলা শাখার প্রাক্তন সমন্বয়ক বালাগাত উল্লাহ, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়, ফেনী জেলা শাখার সমন্বয়ক জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, ময়মনসিংহ জেলার আহ্বায়ক শেখর রায়, গাইবান্ধা জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, গাজীপুর জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম, ঢাকা মহানগর শাখার ইনচার্জ নাঈমা খালেদ মনিকা, নারায়ণগঞ্জ জেলার সংগঠক কাঞ্চন রায়, কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক আলাল মিয়া, চাঁদপুর জেলা কমিটির সদস্য রহিমা আক্তার কলি, নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে প্রণব দাস ও দলের ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও অঞ্চল নেতৃবৃন্দ। এছাড়া দলের অনেক দরদী-শুভানুধ্যায়ী, বিভিন্ন গণসংগঠনের প্রাক্তন নেতা-কর্মী ব্যক্তিগতভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশিত হয়। পরবর্তীতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহবাহী কফিন সংক্ষিপ্ত মৌন শোভাযাত্রাসহ বহন করে ঢাকা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান সেগুফতা কিশোয়ারের কাছে হস্তান্তর করেন বাম গণতান্ত্রিক জোট ও বাসদ(মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

আরও

Recent Comments