Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগ্যাস-বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পথসভা

গ্যাস-বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পথসভা

CTG_180915

গ্যাস-বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ৫টায় ফকিরহাট সাততলা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) ৩৬ নং গোসাইলডাঙ্গা-ফকিরহাট ওয়ার্ডের নেতা মহিন উদ্দীন বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) নেতা সঞ্জিত দাশ, জয়তু সুশীল।

সমাবেশে বক্তারা বলেন, “গত ৬ বছরে ৬ দফা বিদ্যুতের দাম বৃদ্ধির পর সম্পূর্ণ অযৌক্তিকভাবে আবারো বিদ্যুতের দাম ২.৯৩% এবং গ্যাসের দাম এক ধাক্কায় ২৬.২৯% বাড়িয়েছে আওয়ামী মহাজোট সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়া সত্ত্বেও তেলের দাম না কমিয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে জনপ্রতিনিধিত্বহীন এই সরকার জনস্বার্থের বিপরীতে লুটেরা-পুঁজিপতিদের স্বার্থরক্ষার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল।”

নেতৃবৃন্দ আরো বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে যখন মানুষ অতিষ্ঠ ঠিক তখন গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়াবে। মূল্যবৃদ্ধির ফলে কৃষিকাজে ও শিল্প উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে। ফলে জিনিসপত্রের দাম আরো এক দফা বাড়বে। গাড়িভাড়া ইতিমধ্যেই বেড়েছে।”

নেতৃবৃন্দ বলেন, “একদিকে বাপেক্স-পেট্রোবাংলার পরিবর্তে বিদেশী কোম্পানির মাধ্যমে গ্যাস উত্তোলন করে; অন্যদিকে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়াবার নামে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকার জনগনের টাকায় দেশী-বিদেশী লুটপাটকারীদের পকেট ভারি করছে আর এর ফলে সৃষ্ট ঘাটতি পোষাতে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে।” নেতৃবৃন্দ গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি সহ বর্তমান ফ্যাসিবাদী সরকারের সকল স্বৈরচারী গণবিরোধী সিদ্ধান্ত প্রতিরোধে দেশের সকল মধ্যবিত্ত-গরিব-মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments