Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়া ও গাইবান্ধায় বিক্ষোভ

গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়া ও গাইবান্ধায় বিক্ষোভ

Bogra021214

২ ডিসেম্বর ২০১৪ বেলা ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) বগুড়া জেলা শাখার উদ্যোগে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় সাতমাথায় বাসদ (মার্কসবাদী) বগুড়া জেলা শাখার সমন্বয়ক কমরেড সামছুল আলম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) বগুড়া জেলা শাখার সদস্য কমরেড রঞ্জন দে, বাসদ নেতা আমিনুল ইসলাম, শীতল সাহা প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম যখন ক্রমাগত কমছে, প্রাকৃতিক গ্যাস বিক্রি করে সরকার বছরে যখন প্রায় ৪ হাজার কোটি টাকা মুনাফা করছে, ঠিক তখনই লোকসান কমানোর মিথ্যা অজুহাতে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের মাধ্যমে প্রকৃত পক্ষে জনগনের পকেট কাটার আয়োজন করছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। জনগনের দুর্ভোগের মাত্রা আরও বৃদ্ধি পাবে। তাই নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবী জানান এবং দাবী আদায়ে আন্দোলন গড়ে তোলার জন্য জনগনের প্রতি আহবান জানান।

একই দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

Gibandha021214

RELATED ARTICLES

আরও

Recent Comments