Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

IMG_20160420_162148 copy 2

গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বাসদ ( মার্কসবাদী) সিলেট জেলা ২০ এপ্রিল ’১৬ বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয় । বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সভাপত্বিতে এবং সুশান্ত সিনহার পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ এবং শাবিপ্রবি শাখার সদস্য নাজিরুল আযম বিশ্বাস প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “আওয়ামী মহাজোট সরকার উন্নয়নের নামে একর পর এক জনস্বার্থবিরোধী প্রকল্প বাস্তবায়ন করছে। এই সরকারের সাড়ে ছয় বছরের শাসনামলে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে ৮ বার আর গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে তিন বার। বিশ্বব্যাপী জ্বালানী তেলের দাম কমে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচ অনেক কমেছে। তাই বিদ্যুতের দাম কমানোর কথা কিন্তু সরকার তা না করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছেই শুধু নয় উপরুন্ত গ্যাসেরও দাম বাড়ানোর প্রস্তাব এসেছে। গ্যাস আমাদের নিজস্ব সম্পদ ও লাভজনক খাত, তাই গ্যাসের মূল্য দফায় দফায় বাড়ানোর কোন যুক্তি নেই। অথচ বিইআরসি’তে পেট্টোবাংলা গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাবনা পাঠিয়েছে তাতে সিঙ্গল বার্ণার ও ডাবল বার্ণারে মূল্য বেড়ে যথাক্রমে ৬০০ থেকে ১১০০ এবং ৬৫০ থেকে ১২০০ টাকা হবে। বিদ্যুৎ ও গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রস্তাবনার ফলে বাড়বে বাড়িভাড়া, পরিবহন এবং কৃষি উৎপাদনের খরচ।”

নেতৃবৃন্দ আরো বলেন,‘ অনির্বাচিত এই আওয়ামী মহাজোট সরকার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। জনমতের কোন তোয়াক্কা তারা করে না। জনগণের সংগঠিত প্রতিরোধই কেবল স্বেচ্ছাচারী সরকারের অপতৎপরতাকে প্রতিহত করতে পারে।’

RELATED ARTICLES

আরও

Recent Comments