ক্ষমতাকেন্দ্রিক হানাহানিতে জনগণকে জিম্মি করার অপরাজনীতি প্রত্যাখ্যান করুন – কমরেড মুবিনুল হায়দার চৌধুরী
জনগণের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং রাষ্ট্রীয় নিপীড়ন ও সাধারণ মানুষের ওপর হামলা বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর উদ্যোগে ৩১ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে মূল বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। ঢাকা মহানগর নেতা ফখরুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল রায়, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য জহিরুল ইসলাম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন-গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে।
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বলেন, প্রহসনমূলক একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে দমন-পীড়নের মাধ্যমে তাকে স্থায়ী করার লক্ষ্যে মহাজোট সরকারের ফ্যাসিবাদী অপতৎপরতা বর্তমান সংকটের জন্য প্রধানত দায়ী। তিনি বলেন, আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর হাতে জনগণকে জিম্মি করে ফেলেছে। সমস্ত ধরনের গণতান্ত্রিক রীতি-নীতি, আইনের শাসন, মানবাধিকারকে পদদলিত করে জনগণের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশ ও বাক স্বাধীনতা, প্রতিবাদ করার অধিকার একে একে হরণ করছে।
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বলেন, ধনিকশ্রেণীর স্বার্থ রক্ষাকারী বুর্জোয়া দলগুলোর অগণতান্ত্রিক শাসন ও গণবিরোধী রাজনীতিই তাদের শাসনব্যবস্থায় বারেবারে সংকট সৃষ্টি করছে যা ক্রমে অনিরসনীয় রূপ নিয়েছে। বুর্জোয়া গণতন্ত্রের নির্বাচন-সর্বস্ব খোলসটুকুও এরা ছিঁড়ে ফেলেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে বামপন্থী শক্তিগুলোকে জনজীবনের সংকটগুলো চিহ্নিত করে সর্বোচ্চ বোঝাপড়ার ভিত্তিতে ন্যূনতম কর্মসূচি নির্ধারণ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে সাধারণ মানুষকেও নিজেদের অধিকার রক্ষায় আন্দোলনে সামিল হতে হবে।