জনগণের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং রাষ্ট্রীয় নিপীড়ন ও সাধারণ মানুষের ওপর হামলা বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র উদ্যোগে ৩১ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে মূল বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। ঢাকা মহানগর নেতা ফখ্রুদ্দিন কবির আতিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল রায়, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য জহিরুল ইসলাম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন-গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে।
নোয়াখালী : ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে প্রধান সড়কে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সিলেট : ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে ২৩ জানুয়ারি বিকাল ৩টায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা : ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর : ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিও বাজার, মেডিকেল পূর্বগেট, বাহার কাছনায় পথসভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, জয়পুরহাট, ময়মনসিংহ, হবিগঞ্জ, ফেনী, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালিত হয়।