টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতুটিয়া গ্রামে ছেলের সামনে মায়ের শ্লীলতাহানি ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর বিকাল ৪:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত। সমাবেশে বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সহসভাপতি সুলতানা আক্তার রুবি, সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈমা খালেদ মনিকা। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ শাহারিয়ার।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণ যখন অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে, মায়ের শ্লীলতাহানি ও নির্যাতকদের বিচারের দাবীতে বিক্ষোভ করছে তখন সরকারের পেটোয়া বাহিনী পুলিশ নির্যাতকদের বিচার না করে সাধারণ নিরীহ জনগণের উপর গুলিবর্ষণ করে। পুলিশের গুলিবর্ষণে তিনজন প্রতিবাদী মানুষ নিহত হয়। কালিহাতির এই বিক্ষোভকারী জনগণের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যা এবং মা ও ছেলের নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের ফ্যাসিবাদী শাসন ক্ষমতায় টিকে রাখার জন্য যেকোন গণতান্ত্রিক বিক্ষোভে পুলিশের এই হামলা ন্যক্কারজনক। আমরা অবিলম্বে সামাজিক ও গণআন্দোলন বিরোধী দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসার দাবি করছি।