১১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১টায় প্রাইভেট গাড়ি চালক ইউনিয়ন এর উদ্যোগে ড্রাইভারদের সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা, ৮ ঘন্টার বেশি কাজে ওভারটাইম, সকল ড্রাইভারদের নিয়োগপত্র, সাপ্তাহিক ছুটি, বেতন-বোনাস, শ্রম আইন অনুযায়ী বেতন বৃদ্ধি,পুলিশি হয়রানী বন্ধ, দুর্ঘটনা কবলিত ড্রাইভারদের সূচিকিৎসা নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রাইভেট গাড়ি চালক ইউনিয়ন এর আহ্বায়ক মামুন মিয়া এবং সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্য রাজু আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন প্রাইভেট গাড়ি চালক ইউনিয়নের উপদেষ্টা কমরেড ফখরুদ্দিন কবির আতিক এবং ড্রাইভারদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাহবুব হাসান, আল আমিন ও মো. জুয়েল।
সমাবেশে গাড়ি চালক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন ‘পরিবহন খাতের বিশাল অংশের শ্রমিক প্রাইভেট গাড়ি চালকগণ। পরিবনের সাথে যুক্ত মানুষগুলো তাদের কর্তব্য পালন করতে দেশ,জাতি, এমনকি পরিবারের সদস্যদের কছে নানাভাবে অবহেলিত। একদিকে কর্তব্য পালনে নেই কোন সময়সীমা,অন্যদিকে তাদের কাজের নেই কোন রাষ্ট্রীয় স্বীকৃতি বেতন-বোনাসের ঠিক-ঠিকানা। শ্রমজীবী মানুষরা আজ সকল ক্ষেত্রে শ্রম শোষণের দ্বারা নিস্পেষিত। বেঁচে থাকার জন্য নিজেদের দাবি দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোন বিকল্প অন্যকোন পথ নেই।’
নেতৃবৃন্দ দেশের সকল প্রাইভেট গাড়ি চালকদের নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।