Friday, May 3, 2024
Homeছাত্র ফ্রন্টঢাকায় ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতার সংহতি সমাবেশ অনুষ্ঠিত

ঢাকায় ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতার সংহতি সমাবেশ অনুষ্ঠিত

10944812_1554966944775805_3885282642970930169_n

৩ মার্চ, ২০১৫ অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিকেল ৪ টায় জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক আনু মুহাম্মদ (অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মু. আখতারুজ্জামান ( পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), এম এম আকাশ (অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), তানজীমউদ্দিন খান (সহকারী অধ্যাপক, আইআর, ঢাকাবিশ্ববিদ্যালয়) ড. সামিনা লুৎফা নিৎরা ( সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অমল আকাশ (সভাপতি, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ), ফিরোজ আহমেদ (কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য, গণসংহতি আন্দোলন), মোশরেফা মিশু ( সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি), মানস নন্দী (বাসদ মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা), বজলুর রশীদ ফিরোজ (কেন্দ্রীয় সদস্য বাসদ), নজরুল ইসলাম (কেন্দ্রীয় নেতা, ইউসিএলবি) প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে খুনীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং অভিজিৎ রায়ের হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ব্যর্থতার নিন্দা জানান।
বক্তারা আরো বলেন, মানুষের মৌল-মানবিক চাহিদাগুলোকে আড়াল করে, শিক্ষাব্যবস্থাসহ রাষ্ট্রের সর্বত্র সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও অগণতান্ত্রিকতার ক্ষেত্র প্রস্তুত জনগণকে ধোকা দিয়ে যাচ্ছে মহাজোট-জোটসহ বিভিন্ন সরকারগুলো।

প্রগতিশীল ছাত্র জোটের সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিকুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

একই দাবিতে ৪ মার্চ, ২০১৫ সকাল ১১ টায় স্বরাষ্ট্র মন্ত্রাণালয় অভিমুখে যাত্রা ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

11028001_1554967094775790_8073792803552305271_n

RELATED ARTICLES

আরও

Recent Comments