Saturday, January 4, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদঢাকায় ৮ জুলাই বাসদ (মার্কসবাদী) সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি দিয়েছে

ঢাকায় ৮ জুলাই বাসদ (মার্কসবাদী) সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি দিয়েছে

11698538_1623907974522367_4322512264321786725_n

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বুধবার ৮ জুলাই ২০১৫ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণ-সমাবেশের কর্মসূচি দিয়েছে। পুঁজিপতিদের মুনাফার স্বার্থে নয়- কৃষি, স্বাস্থ্য, পরিবহন, কর্মসংস্থানসহ জনগণের বেঁচে থাকার মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে সমাবেশ শেষে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে উপরোক্ত কর্মসূচি সফল করে তোলার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

সমাবেশ ও পদযাত্রা নিম্নোক্ত দাবিসমূহ আদায়ের লক্ষে্য অনুষ্ঠিত হবে –
 জাতীয় উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দ দিতে হবে।
 জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।
 স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন খাতকে বেসরকারিকরণ করা যাবে না। এ খাতসমূহ গণমূখী করার উদ্দেশ্যে ও জনগণের ব্যয় নূন্যতম করার লক্ষ্যে বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
 সবার জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। একজন ব্যক্তিও কর্মহীন থাকতে পারবেনা।
 নারীর উপর সকল ধরণের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে হবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments