Friday, December 27, 2024
Homeছাত্র ফ্রন্টসারাদেশে স্কুলগুলোতে অস্বাভাবিক বেতন-ফি বৃদ্ধিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

সারাদেশে স্কুলগুলোতে অস্বাভাবিক বেতন-ফি বৃদ্ধিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

SSF_logo (1)
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু ১৪ জানুয়ারী ২০১৬ এক যুক্ত বিবৃতিতে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে স্কুলগুলোতে অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও হাই কোর্টের নির্দেশনা অমান্য করে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে স্কুলগুলো অস্বাভাবিক হারে মাসিক বেতন ও ভর্তি ফি বৃদ্ধি করেছে, যার ফলে শিক্ষা আরও বেশী বাণিজ্যিক ও ব্যয়বহুল হয়ে পড়বে। মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সংখ্যাগরিষ্ঠ সীমিত আয়ের মানুষের পক্ষে তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়বে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং তার দায়িত্ব রাষ্ট্রের নেয়ার কথা, অথচ তা না করে সরকার বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করছে। উইলস লিটল ফ্লাওয়ার, ভিকারুন নেছা নুন, উদয়ন উচ্চ বিদ্যালয়সহ নানা নামকরা স্কুলগুলোতে এই ফি ৫০ থেকে ১০০ ভাগ পর্যন্ত বাড়ানো হয়েছে। চট্টগ্রামে সিটি কর্পোরেশন স্কুলগুলোতে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রতিবাদে স্কুলগুলোতে অভিভাবক-শিক্ষার্থীরা আন্দোলন পরিচালনা করছে। অভিভাবক-শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন চলাকালে পুলিশ বাধা প্রদান করে এবং অভিভাবকদের লাঞ্ছিত করেছে। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে স্কুলগুলোতে বর্ধিত ফি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

কর্মসূচী:
স্কুলগুলোতে বর্ধিত বেতন-ফি আদায় বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আগামী ১৭ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments