Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ

11018105_10204098867655262_8907031329684966287_n

১৭ এপ্রিল ২০১৫ চট্টগ্রামে বিকাল ৫ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেম নারী মুক্তি কেন্দ্র ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে নববর্ষে ঢাকায় নারী নির্যাতনকারী ও লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি তাজ নাহার রিপনের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি পপি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয কমিটির সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক মেজবাহ উদ্দিন।

RELATED ARTICLES

আরও

Recent Comments