Monday, April 29, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদতিস্তা সেচ প্রকল্পের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ডোমারে সমাবেশ

তিস্তা সেচ প্রকল্পের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ডোমারে সমাবেশ

তিস্তা সেচ প্রকল্পের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ডিমলায় বাসদের সমাবেশ
তিস্তা সেচ প্রকল্পের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ডিমলায় বাসদের সমাবেশ

তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন কৃষকদের ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, ক্ষেতমজুরদের ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু, আগামী আমন মওসুম পর্যন্ত আর্মি রেটে রেশনিং চালু এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী ২২ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি। এই কর্মসূচির সমর্থনে বাসদ ডোমার উপজেলা শাখার (নীলফামারী) উদ্যোগে ২০ এপ্রিল বিকালে সোনারায় ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সমন্বয়ক ইয়াসিন আদনান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাসদ নেতা আমিনুল ইসলাম, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহসানুল আরেফিন তিতু, সোহানুর রহমান। সমাবেশ পরিচালনা করেন ডোমার উপজেলা বাসদ সদস্য জাহানুর আলম।

RELATED ARTICLES

আরও

Recent Comments