১৬ ফেব্রুয়ারি ২০১৫ বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, জুয়া-যাত্রার নামে অশ্লীল নৃত্য এবং সন্ত্রাস সহিংসতা, দমন-পীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে পৌর শহীদ মিনার চত্বরে গণ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পীর পরিচালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্যা, কবি ও সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, পদক্ষেপ গাইবান্ধা জেলার সভাপতি শাহানাজ আমিন মুন্নি, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক বজলুর রহমান, নারী মুক্তি কেন্দ্রের প্রচার প্রকাশনা সম্পাদক পারুল বেগম।
বক্তারা উক্ত কর্মসূচী থেকে অবিলম্বে অপসংস্কৃতি অশ্লীলতা মাদক, জুয়া, যাত্রা, নানা কৌশলে আয়োজিত জুয়া বন্ধ এবং সন্ত্রাস, সহিংসতা, দমন-পীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহবান জানান।