Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদধানের ন্যায্যমূল্যের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধানের ন্যায্যমূল্যের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Rangpur_050516
ধানসহ কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, গ্রামীন জনগোষ্ঠীর জন্য আর্মিদরে রেশন চালু ও বছরে নূন্যতম ১২০ দিনের কর্মসৃজন চালুর দাবিতে বাসদ (মার্কসবাদী) এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে গ ৫ মে ২০১৬ বেলা ১১টায় বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কাচারি বাজারেন সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা বাসদ (মার্কসবাদী) এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। সমাবেশে বক্তৃতা করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, কৃষক ফ্রন্ট সংগঠক এরশাদ আলী, বাবু মিয়া, হবিবর রহমান। সমাবেশ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

নেতৃবৃন্দ, অবিলম্বে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে ধানসহ সকল কৃষি ফসল ক্রয়, সকল গরীব নিম্নবিত্ত মানুষের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও আর্মিদরে রেশন চালু, ক্ষেতমজুরদের জন্য বছরে নূন্যতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু, পর্যাপ্ত টিআর-কাবিখা চালুর দাবিতে আগামী ৫ মে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments