Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদনাজিমউদ্দিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি

নাজিমউদ্দিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আজ এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনলাইন এক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে প্রকাশ্যে রাজপথে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, নাজিমুদ্দিনকে খুন করে ঘাতকরা ধর্মীয় শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে। ফেসবুকে ধর্মীয় নানা প্রসঙ্গে ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে তিনি মৌলবাদী গোষ্ঠীর টার্গেটে ছিলেন। একই কায়দায় পরিকল্পিতভাবে ও ঘোষণা দিয়ে  একের পর এক হত্যাকান্ড চালানো হলেও পুলিশ-গোয়েন্দা সংস্থা তথা সরকার তা প্রতিরোধে ব্যর্থ। লেখক-প্রকাশক-ভিন্নমতাবলম্বী ব্লগার-ধর্মীয় সংখ্যালঘু সবাই আজ মৌলবাদী জঙ্গী গোষ্ঠীর হাতে আক্রান্ত। খুনীদের বিচার করার ও নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালন না করে সরকারের কর্তাব্যক্তিরা বরং আক্রান্তদেরই সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন। এভাবে দেশে এক অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করা হচ্ছে। বিবৃতিতে সমাজে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা ও মানুষের জীবনের নিরাপত্তা রক্ষার স্বার্থে সবস্তরের মানুষকে এই হত্যাকান্ডের বিচারের দাবিতে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments