২৭ মে ২০১৫ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, শিশু কিশোর মেলা ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে সারা দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনার দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ১নং ট্রাফিক মাড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ মার্কসবাদী সদস্য সচিব কমরেড মঞ্জুর আলম মিঠু বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সদস্য সচিব নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক বজলূর রহমান, মাহবুব আলম মিলন প্রমুখ। বক্তাগণ বলেন- একের পর এক নারী নির্যাতনের ঘটনার দায়ী ব্যক্তিদের দায়ী দৃষ্টান্ত মুলক শাস্তির না হওয়ার ফলেই ঘটনা বেড়েই চলছে। তরুন যুব সমাজের চরিত্রকে ধ্বংস কার সকল আয়োজন সমাজে আছে। ফলে নীতি নৈতিকতা মনুষ্যত্ব বিবর্জিত এসমাজের একদল মানুষ এই সকল অপকর্মে লিপ্ত হচ্ছে। বক্তাগণ শুধু ধিক্কার অথবা ঘৃন্নাই নয় সামাজিকভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে নামার আহবান জানান।