Tuesday, May 7, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদনোয়াখালীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

নোয়াখালীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

Noakhali Humancane Pic, 09.06.2016 (01)

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সম্প্রতি ঘোষিত বাজেট গণবিরোধী দাবী করে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। গত ৯ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন-সমাবেশে দলের জেলা আহ্বায়ক দলিলুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আহ্বায়ক মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিটুল তালুকদার, জেলা আহ্বায়ক মোবারক করিম প্রমুখ।

এ সময় বক্তারা সিয়াম সাধনার মাস রমজানকে পুঁজি করে যেসব অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। একই সাথে দেশের সর্বত্র নিত্যপন্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সম্প্রতি ঘোষিত বাজেট সম্পূর্ণ গণবিরোধী। এ বাজেট মানুষের ঘাঁড়ে করের বোঁঝাকে বাড়িয়ে দিয়েছে।

বক্তারা বলেন, দেশে দিন দিন ঘুম, খুনের সংখ্যা বেড়েই চলছে। একটিরও দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে। ফলে প্রতিদিনই কোথাও না কোথাও খুন হচ্ছে। সম্প্রতি যতগুলো খুন হয়েছে দ্রুত সময়ের মধ্যে এসব খুনের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জোর দাবী জানান তারা।

নোয়াখালীতে প্রস্তাবিত শিক্ষা আইন বাতিল ও শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে সরকারের প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে। গত ২ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শহরে এ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এক সমাবেশ করে। পরে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠন জেলা শাখায় আহবায়ক মোবারক করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন, নোয়াখালী সরকারী কলেজ কমিটির আহবায়ক ফখরুল ইসলাম ফরহাদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জীবনের নিরাপত্তাহীনতাসহ গণতান্ত্রিক অধিকারহীনতায় জনগণকে দিনাতিপাত করতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে প্রনীত হচ্ছে শিক্ষা আইন ২০১৬। শিক্ষার সাথে সংশ্লিষ্ট এমন ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী রাজনৈতিক কর্মী অভিভাবকতো নয়ই এমনকি দেশের ছাত্র সমাজের প্রতিনিধি গণতান্ত্রিক ধারার ছাত্র সংগঠনগুলোর মতামত না নিয়েই চূড়ান্ত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রনীত হয়েছে প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬। ইতোমধ্যে শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের ফলে শিক্ষার সর্বস্তরে বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকরণ এবং শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ঘটেছে।

বক্তারা অবিলম্বে প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ বাতিল এবং আসন্ন বাজেটে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দ করার দাবি জানান। একই ভাবেই শাসকগোষ্ঠীর শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments